নানান অপরাধ প্রবণতার সাথে জড়িত থাকায় ২১১ জন পুলিশ অফিসারকে অভিযুক্ত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে । তাদের বিরুদ্ধে, মাদক, চুরি, পশুর এবং কোন কোন ক্ষেত্রে সাধারণ মানুষের বিরুদ্ধে নিষ্টুরতার অভিযোগ আনা হয়েছে।
স্কাই নিউজ বলছে, প্রকৃত সংখ্যা আরো বেশিও হতে পারে। দ্যা ন্যাশনাল পুলিশ চীফ কাউন্সিল (এনপিসিসি) জানিয়েছে পুলিশে যোগ দেয়া কর্মকর্তাদের নজরধারীতে রাখা হয়েছিলো। তবে ব্রিস্টলের স্টিভেন স্মিথ যিনি পুলিশ কর্মকর্তার ধারা লাঞ্চিত হয়েছিলেন, তিনি বলছেন, দোষী সাব্যস্ত হওয়ার পরও ঐ পুলিশ কর্মকর্তাকে কাজে রাখা উচিত নয়। উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভি (পিএসএনআই) জানিয়েছে, তাদের বাহিনীর কমপক্ষে ৯৯ জন কর্মকর্তাকে দোষী সাবস্থ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, দায়িত্বজ্ঞানহীন ভাবে গাড়ী চালুনো, মাতলামি, হয়রানীর অভিযোগ আনা হয়েছিলো। নর্থ ওয়েলসের ২০ অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের ড্রাগসহ প্রায় একই অভিযোগ আনা হয়। ক্যান্ট পুলিশেরও ২২ অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন। তাদের বিরুদ্ধে একই অভিযোগের পাশাপাশি মাতাল হয়ে ড্রাইভিং এর অভিযোগ ছিলো। এছাড়া সেভেন ডরসেট, ডেভেন এন্ড কর্নওয়াল, নরফোক, চিশায়ার পুলিশের একাদিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।