লন্ডন থেকে জমির উদ্দিন সুমন : বছর শেষে ব্রিটেনে করোনা ভাইরাসের প্রভাবে দরিদ্র জনগোষ্ঠির তালিকায় যুক্ত হতে পারে আরো ১০ লাখেরও বেশী মানুষ। সাম্প্রতিক এক সমীক্ষায় এই সংকটের পূর্ভাবাস পাওয়া গেছে।থিংক ট্যাঙ্ক আইপিপিআরের বিশ্লেষণ বলছে, এই পরিস্থিতি দেখা দিলে ব্রিটেনের দারিদ্র শিশুর সংখ্যা দুই লাখ থেকে বেড়ে সাড়ে ৪ মিলিয়নে পৌছতে পারে ।
তবে থিংক ট্যাঙ্কের মতে , করোনা মহামারীর কারণে যে সকল পরিবার আর্থিক সঙ্কটের মধ্যে পড়তে যাচ্ছে, সে পরিবারগুলোকে তা থেকে রক্ষা জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।অন্যদিকে সম্প্রতি যাদেরকে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আসতে হয়েছে, তাদের জন্য এই চাপ হবে চরম উদ্বেগের। কারণ নতুন এই সঙ্কট তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা আই পি পি আরের।
এছাড়া চলিত সামারে শিশু এবং বিভিন্ন পরিবারগুলোকে অর্থনৈতিক প্রনোদনা প্যাকেজে অন্তুর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে আইপিপিআর।
এদিকে ওয়ার্ক এন্ড পেনশন ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, বর্তমান পরিস্থিতি কমিউিনিটর যারা নাজুক অবস্থায় রয়েছে , তাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।