পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে এসআই মিন্টু, এসআই ওয়াদুদ, এসআই মেসবাহুল ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ০১ টার পর পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি এলাকার ছমির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে একশতটি ভারতীয় জর্জেট শাড়ি ও বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস পণ্য ও একটি অটো ভ্যান সহ ছমির উদ্দিন (৩৮) ও দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা ভ্যান চালক আব্দুল মালেক (৫০) কে গ্রেপ্তার করা হয়। আটককৃত মালামালের মূল্য ৪ লাখ ৯২ হাজার ২ শত ৮০ টাকা। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন, চোরাচালান মামলায় তিন আসামীর মধ্যে গ্রেপ্তারকৃত দুইজনকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামী সাঈদীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।