মোঃ নাজমুল ইসলাম,ভালুকা ( ময়মনসিংহ)সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় ২ কেজি গাঁজা সহ সাধন চন্দ্র সরকার নামের এ ক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত সাধন চন্দ্র সরকার টাংগাইলের কালিহাতি উপজেলার পরেশ চন্দ্র শীলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার রাতে বিক্রির জন্য ২ কেজি গাঁজা নিয়ে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়া পাড়া এলাকায় আসে সাধন চন্দ্র সরকার। ওই সময় পুলিশ গোপন সংবাদ পেয়ে ভালুকা মডেল থানার এস আই আব্দুল করিমের নেতৃত্বে পুলিশ তাকে আটক ও তার নিকট থেকে গাঁজা জব্দ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান মামলা দিয়ে গ্রেফতার কৃত গাঁজা ব্যবসায়ীকে আদালতে পাঠানো হবে।