![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা সিডষ্টোর সখিপুর সড়কের নির্মাণ কাজ বন্ধ কয়েক মাস যাবৎ ১৪ কি: মি: রাস্তা, ময়মনসিংহ-ঢাকা মহা সড়ক থেকে সিডষ্টোর-সখিপুর সড়কনির্মাণ হবে।
যে সড়ক টুকু সড়ক নির্মীত হয়েছিল, সেই কাজের অংশটুকুই ভেসে গেছে চলতি বর্ষার পানি খানাখন্দে জমে, যানবাহনের চাকার চাপে।
একে,তো যানবাহন-তা ছাড়া আবার গ্যাস সংযোগের জন্য খোঁড়াখুঁড়ির কারণে লাউতিনদীর সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থা এবং যানবাহন চলাচল বন্ধ হওয়ার সম্ভাবনা বিরাজমান ।
উক্ত সড়কের ঘটনায় ভালুকা উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানান,ময়মনসিংহের ভালুকা সিডষ্টোর-টাঙ্গাইল সখিপুর উপজেলা সংযোগ গুরুত্বপূর্ণ সড়ক। এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দিন ধরে বেহাল। বিগত ২০১৯ শে অক্টোবরে রাফিয়া কনস্ট্রাকশন নামক একটি প্রতিষ্ঠান কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়ক নির্মাণ কাজে অনুমতি দেন বলে সুত্রে প্রকাশ । বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক (আইডিএ) অর্থায়ণে,সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রোভমেন্ট প্রজেক্টের(আরটিআইপি-২)আওতায় ১৪ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ, বরাদ্দ হচ্ছে ২৪ কোটি ৯৫ লাখ-৩৩ হাজার২৩৩টাকা। এ সড়কের নির্মাণ কাজ ১ বছর ৬ মাসে সম্পন্ন করার কথা থাকলেও,এ যাবৎ কাজ হয়েছে আনুমানিক ৭ থেকে ৮ ভাগ। বতর্মান সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকায়,আর এদিকে শিল্প-কারখানাগ্যাস সংযোগ দেয়ার নামেখোঁড়াখুঁড়ি করার কারণে যানবাহন -জন,চলাচল বন্ধ হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় ভূক্তভোগী পথচারী-যানবাহন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন অবহেলিত হয়ে পড়ে আছে এবং সীমাহীন দূর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে বলে আপত্তি করেন। বহু দিন পর কাজ শুরু মাধ্যমে আংশিক করার পর বন্ধ রেখেছে নির্মাণ কাজ- তবে চলতি মাসে কাজ শুরু করার কথা রয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply