সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
ভাসানচরে দুই রোহিঙ্গা দালাল আটক
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও কোস্টগার্ড। শুক্রবার রাতে ৮ ও ২৪ নম্বর ক্লাস্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ৮ নম্বর ক্লাস্টারের এল-১৬ নম্বর কক্ষের ইসলামের ছেলে মো. রফিক ও ২৪ নম্বর ক্লাস্টারের সি-৫ কক্ষের দিল মোহাম্মদের ছেলে মো. সেলিম।
নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম জানান, আটকদের ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে সোপর্দ করা হয়েছে। তারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পালাতে সহায়তা করতেন বলে সিআইসির কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply