ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কতৃক আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক আল-আমিন শোভন কে লাঞ্চিত করার প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমহীউদ্দিন আহমেদের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিয়া,৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার মিন্টু,সৈয়দ মাসুদুল হক টুকু, ঘাটাইল প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা,আবু শোয়েব ডন প্রমুখ।
এসময় মানববন্ধনে উপস্থিতি বক্তারা ভূঞাপুর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন আহমেদক কতৃক সাংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনায় প্রতিবাদের পাশাপাশি ভূঞাপুর থেকে তাকে দূত অপসারণের দাবি জানান।
Leave a Reply