আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
‘এসো মিলি সকলই মিলে, দুঃখ বিবাদ বিভেদ ভূলে, আনন্দের এই মিছিলে’-এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে রবিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী সোনাহাট স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন বিভিন্ন কর্মসূচী পালন করে।
রবিবার সকাল ১০ টায় প্রায় দুই হাজার শ্রমিকের অংশগ্রহণে, বর্ণাঢ্য র্যালী এবং আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে, দিনব্যাপী এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, সোনাহাট স্থলবন্দরের সি এন্ড এফ সভাপতি ও স্থলবন্দর হ্যান্ডলিং অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সরকার রকিব আহমেদ জুয়েল।
অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিলো ঠিকাদারি সংস্থা নাশিতা ট্রেডার্স লিমিটেডের উদ্যোগে শ্রমিকদের মাঝে গামছা বিতরণ, বনভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়; যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সি এন্ড এফ-এর সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান,
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন, সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবু তাহের ফরাজি এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।