
ভূরুঙ্গামারী উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজেটিভ
আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
Facebook Twitter share
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় নতুন করে আরও ৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। গত শনিবার (২৯ মে) ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনের নমুনায়, এই ৫ জনের দেহে করোনা সনাক্ত হয়।
Surjodoy.com
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, গত শনিবার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং মঙ্গলবার (১ জুন) তাদের মধ্য থেকে ৫ জনের নমুনার ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে উপজেলাটিতে এখন পর্যন্ত মোট কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮৪ জন।
The Daily Surjodoy
তিনি আরও জানান, নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ জন গৃহবধূ, ২ জন স্বাস্থ্যকর্মী এবং বাকি ২ জন সাধারণ মানুষ; যাদের মধ্যে ১ জন বর্তমানে রংপুর মেডিকেল কলেজে রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে করোনার তেমন কোন লক্ষণ বা উপসর্গ নেই এবং তারা সকলেই হোম আইসোলেশনে আছেন।
The Daily Surjodoy
উল্লেখ্য যে, করোনার শুরু থেকে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ডোনেট ফর ভূরুঙ্গামারীর সম্মিলিত প্রচেষ্টায়, সীমান্তবর্তী উপজেলা হওয়া সত্ত্বেও, ভূরুঙ্গামারী উপজেলাটিতে এখন পর্যন্ত করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply