
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের কৃমিনাষক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। মঙ্গলবার(২ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার কালামাঝি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করা হয়।
মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবীনা ইয়াসমিন, রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. পাপন কুমার চন্দ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল করিম, কালামাঝি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদেরকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply