শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
মমেকের করোনা ইউনিটে আরো ৮ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো আটজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং সাতজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার রহিমা খাতুন নামে এক নারী মারা গেছেন।
এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জনই ময়মনসিংহের এবং অন্যজন জামালপুরের বাসিন্দা। তারা হলেন ময়মনসিংহ সদরের আবুল কাসেম ভুইয়া, তারাকান্দা উপজেলার হালিম, কল্পনা আক্তার, ধোবাউড়ার তামান্না, হালুয়াঘাটের মাহবুবুব আলম, ভালুকার সুলতান আহমেদ এবং জামালপুরের ইসলামপুর উপজেলার মেশু মিস্ত্রি।
ডা. মুন আরো জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন ভর্তিসহ বর্তমানে মোট ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৪ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন ব্যক্তি।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩ টি নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।