ইসমাইল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস ফুলপুর আগমন করেন বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শন করেন। রবিবার দুপুরে বিভাগীয় কমিশনার ফুলপুর আগমন করে রবিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কেন্দ্র ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হোন। পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হল ঘুরেপরিক্ষার্থীদেরপরীক্ষা দেখেন।এ সময় সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশন (ভুমি) অমিত রায় কল্লোলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে ফুলপুর উপজেলা ভূমি অফিস ও ফুলপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন।বিভাগীয় কমিশন মো: শফিকুর রেজা বিশ্বাস সোয়া ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এলে তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা চত্বরে বিভাগীয় কমিশনারকে পুলিশের একটি দল গার্ড অব অনার জানায়।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ কর্তৃক ক্রয়কৃত নতুন একটি অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন ও বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও মনোযোগ দিয়ে কাজ করার জন্য বলেন। জনগণের সেবক হয়ে কাজ করা প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে বলে জানান।