ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় এক বিশেষ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর মুক্তাগাছা বড়মসজিদ প্রাঙ্গন হতে ইত্তে ফাকুল উলামা বৃহত্তর মোমনেশাহী ইমাম ঐক্য পরিষদের ব্যানারে একটি বিশেষ র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে এসে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, মুক্তাগাছা শাখার সভাপতি হযরত মাওঃ আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে সিয়াম সাধনার মাস রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধরাসহ পানাহার থেকে বিরত থাকার জন্য সকল মুসলিমদের প্রতি আহবান জানান।র্যালিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রসার শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসলিমগণ অংশ গ্রহন করেন এবং অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনার মাধ্য দিয়ে মোনাজাতের অনুষ্ঠানের সমাপ্ত করেন।