ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চল্লিশ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
সোমবার বিকালে রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির আঙ্গিনায় আনুষ্ঠানিকভাবে এ মানবিক সহায়তা প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক মোঃ সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা সোহেল রানা পাপ্পু।এছাড়া ঠিকাদার মোজাম্মেল হক মঞ্জু, এমপি’র ব্যক্তিগত সহকারী মোঃ আবু সাঈদ, ইউপি সদস্য মহিউদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ ফারুক মিয়া, স্বেচ্ছা সেবকলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, শান্ত পন্ডিতসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনকে কেন্দ্র গত ১৯ ফেব্র“য়ারি দু’পক্ষের সংঘর্ষে মারা যান স্থানীয় সাজ্জাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি।এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ লাল মিয়া মন্ডল গং সশস্ত্র হামলা চালায় প্রতিবেশী সিরাজুল হক গংদের বাড়ি-ঘরে। এসময় ভাংচুর ও লুট পাটের পর প্রায় চল্লিশ পরিবারের ১২০টি ঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ অগ্নিকান্ড ও লুটপাটের ঘটনার পর থেকে ওই চল্লিশ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করে আসছেন। সেখানে চিহ্নিত ঈদ সামগ্রীবিতরণ করেন বতর্মান সরকারের নেতাকর্মী গন এমপি নাজিম উদ্দিনের কর্তৃত্বে
।