ময়মনসিংহ পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ ইনচার্জ জেলা গোয়েন্দা, ময়মনসিংহের নির্দেশে এস আই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্স সহ ভালুকা থানা এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ নভেম্বর ২০২০ র্ইং ভালুকা থানাধীন ভালুকা বাজার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১. মোঃ শাহীন (৩৪),পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ ছখিনা খাতুন, সাং-ধলা নামা পাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ ও এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্স সহ ত্রিশাল থানা এলাকা অভিযান করে ২৮ নভেম্বর ২০২০ র্ইং ত্রিশাল থানাধীন বাহাদুর পুর হতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ২. মোঃ রতন মিয়া (২৮),পিতা-আবুল কালাম, মাতা-মোছাঃ রহিমা বেগম,সাং-আলালপুর পূর্ব পাড়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ গ্রেফতার করে মামলার মাধ্যমে আসামীদেরকে আদালতে সোপর্দ করেন।
Leave a Reply