তৌহিদুল ইসলাম সরকার,
Facebook Twitter Instagram share
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সৌরভ দত্ত (২৫) নামের এক যুবক।
Surjodoy.com
শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল। তার বাবার নাম শুক রঞ্জন দত্ত। সে ডেফোডিল ইউনিভার্সিটিতে বিএসসিতে অধ্যায়নরত।
The Daily surjodoy
জানা গেছে,পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের শুক রঞ্জন দত্তের ছেলে সৌরভ দত্ত তার নিজের ফেসবুক মেসেঞ্জার থেকে তার এক বন্ধুকে পাঠানো বার্তায় ‘মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার পর গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়।
তাকে শাস্তির দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় হোসেন্দী বাজারে এলাকাবাসী সকালে ও বিকালে বিক্ষোভ মিছিল করে।
The Daily surjodoy
উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একেএম লুৎফর রহমান জানান, বুধবার রাতে নিজের ফেসবুক মেসেঞ্জারে থেকে তার এক বন্ধুকে মহানবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন।
The Daily surjodoy
যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এতে এলাকায় ব্যাপক আলোড়ন ও উত্তেজনা সৃষ্টি হয় এবং গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। পরে আজ সকালে উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
The Daily surjodoy
এ বিষয়ে পাকুন্দিয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সারওয়ার জাহান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার পর গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে আজকে সকালে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।