মীর আতিক(আক্কেলপুর)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় মাদক ব্যবসায়ীদের ব্যবসা ছেড়ে দেয়ার কঠোর সর্তক করতে হ্যান মাইক নিয়ে মাদক পল্লীতে গিয়ে প্রচারে নেমেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান।
রবিবার(৯ মে) দুপুরে আক্কেলপুর পৌর সদরের ৩ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার মাদক পল্লীতে থানার সঙ্গীয় ফোর্স নিয়ে ওসি নিজেই মাদক বিরোধী অভিযান চালাল। এসময়ে পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা বাড়ি বাড়ি তালা লাগিয়ে পালিয়ে যায়।
পরে ওসি সাইদুর রহমান হ্যান মাইক হাতে নিয়ে মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে দিতে কঠোর সর্তক করেন এবং মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেয়াসহ এলাকাবাসীদের উদ্দেশ্যে থানার নম্বর দিয়ে হ্যান মাইকে প্রচার করে বলেন কোন মাদক ব্যবসায়ীদের সাথে আমার থানার কোন পুলিশ সদস্যও যদি জরিত থাকে তবে তাদের বিরুদ্ধেও আমাকে কল দিয়ে জানাবেন।
আমি কথা দিলাম তথ্য দাতার নাম পরিচয় গোপন রেখে মাদক ব্যবসায়ীদের মতো তাদেরকেও বিচারের আওতায় আনা হবে বলে ওসি সাইদুর রহমান হ্যান মাইকে প্রচার করেন। ওসির এমন মাদক বিরোধী অভিযান ও প্রচারণা চালতে দেখে তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসীরা।
Leave a Reply