নিজস্ব প্রতিবেদক:
৩৮২টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দেয়া মাইক্রোবাসচালক নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১১ দিন পর মঙ্গলবার রাজধানীর ইব্রাহিমপুর থেকে কালো রঙের মাইক্রোবাসসহ নাঈমকে গ্রেফতার করা হয়।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, আজ বুধবার আসামিকে আদালতে পাঠানো হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
ওসি বলেন, নাঈমকে গ্রেফতার করতে আমাদের ৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে হয়েছে। ১০ থেকে ১২টি সিসি ক্যামেরা থেকে এই গাড়ির ছবি পেয়েছি। নম্বর বের করতে আমাদের এতোদিন সময় লেগেছে। কোনোভাবেই আমরা নম্বর বুঝতে পারছিলাম না। পরে নিজেরা গ্যারেজে গ্যারেজে গিয়ে নজরদারি করি। একপর্যায়ে আমরা চারটা গাড়িকে চিহ্নিত করি। যার মধ্যে একটি গণমাধ্যমের, একটি সূত্রাপুরের, একটি সাভারের এবং আরেকটি ইব্রাহিমপুরের। পরে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি নাঈমের চালানো গাড়িই সেই গাড়ি। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এই গাড়িই তিনি চালাচ্ছিলেন। এ জন্য পুলিশকে কাজ করতে হয়েছে ১১২টি মাইক্রোবাস নিয়ে।
ওসি জানে আলম মুন্সী আরো বলেন, নাঈমের বাড়ি কিশোরগঞ্জে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। মাইক্রোবাসটি ব্যক্তিমালিকানাধীন। একটি কোম্পানিকে সেটা ভাড়া দেয়া হয়। নাঈম ওই কোম্পানির হয়েই গাড়ি চালাচ্ছিলেন। রাজধানীর ইব্রাহিমপুরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, ৭ আগস্ট সকাল ৯টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহার রত্নাকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাভেলার, সাইক্লিস্টসহ বিভিন্ন মহল মাইক্রোবাস চালককে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
Leave a Reply