আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাঈনুল ইসলাম এর নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনরাত অভিযান চালাচ্ছে পুলিশ। তার-ই ধারাবাহিকতায় সাভার মডেল থানা পুলিশের অভিযানে পহেলা ( ১ ) জুন ২০২২ বুধবার হতে একুশে ( ২১ ) জুন ২০২২ মঙ্গলবার পর্যন্ত ত্রিশ (৩০) মামলায় বায়ান্ন (৫২) জন মাদক ব্যবসায়িকে আটক করেছে।
আটককৃত আসামিদের মধ্যে পুরুষ, নারী ও কিশোর জড়িত এবং এদের মধ্যে অনেকে একাধিক মামলার আসামি। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।
সাভার মডেল থানা থেকে তথ্য মতে এদের কাছ থেকে মাদক বহনকারী বেশ কয়েকটি মোটরসাইকেল, নগদ ৬৬,৯১০/= ( ছেষট্রি হাজার, নয় শত, দশ ) টাকা এবং আনুমানিক ১৮,৯৭,১৬০/= ( আঠারো লাখ, সাতানব্বই হাজার, একশত,ষাট ) টাকা মূল্যের হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট,চোলাই মদ,গাঁজা ইত্যাদি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাঈনুল ইসলাম জানান, যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সেই সাথে যারা চোরাই মোটরসাইকেল সহ নিজ নামে কাগজ বিহীন মোটরসাইকেল চালায় তাদের মোটরসাইকেল আটক করা হচ্ছে।
মাদকদ্রব্য ও কাগজ বিহীন মোটরসাইকেল যেখানেই দেখা যাবে সেখান থেকেই আটক করে থানায় নিয়ে আসা হবে। সেই সাথে মাদকদ্রব্য বহনকারি গাড়ি বা ব্যাক্তিকে আটক করে মামলা দেওয়া হবে এবং এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।