মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাত উপজেলায় নতুন করে আরও ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার তিনশো ৯৯ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেপ্টেম্বরের ১৪ ও ১৫ তারিখে করোনা শনাক্তের জন্য পাঠানো নমুনার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মানিকগঞ্জ সদর উপজেলায় ৮ জন, সাটুরিয়া উপজেলায় ৭ জন, শিবালয় উপজেলায় ৪ জন, হরিরামপুর উপজেলায় ২ জন, দৌলতপুর, ঘিওর ও সিংগাইর উপজেলায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া, জেলায় ১ হাজার তিনশো ৯৯ জন আক্রান্ত রোগীর মধ্যে ১ হাজার দুইশো ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এছাড়া, জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ২১ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।