জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
জনগনের টাকায় দেশ চলে। ঘুষ ছাড়া ফাইলে হাত দেন না সরকারি কর্মকতারা।প্রতিদিনই জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা কর আদায় করা হয়।জনগন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।এই অধিকার আদায়ের প্রত্যয়ে ২০২০ সালে ২০মে এবিপার্টির জন্ম।
শনিবার(৩ এপ্রিল) দুপুর ১২ টায় লক্ষ্মীপুর জেলা শহরের চিলি রেস্টুরেন্টে এবিপার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান মন্জু।সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক সাবেক ছাত্রনেতা চৌধুরী সাকিব।সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,এবিপার্টির আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন এবিপার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ,সাবেক ছাত্রনেতা আনেয়ার হোসেন প্রমুখ।
সভায় মঞ্জু বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারে এবিপার্টির বিকল্প নেই।ঘুষ,দুর্নীতি,অনিয়মে জর্জরিত হয়ে পড়েছে দেশ।সারাদেশে রাজনৈতিক দলগোষ্ঠী জনগণের অধিকার কথা না বলায় সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত।এই অধিকার প্রতিষ্ঠায় এবিপার্টি কাজ করছে
এবিপার্টিতে যোগ দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।তবেই মানুষ তার কাঙ্ক্ষিত অধিকার আদায় করতে পারবে।
সোলায়মান চৌধুরী বলেন,সন্ত্রাস,চাঁদাবাজে দেশ ভরপুর।চারদিকে লুটতরাজের এক মহোৎসব চলছে।সকল ধর্মের মানুষের অধিকার আদায়ে আমরা এবিপার্টি প্রতিষ্ঠা করেছি।
এবিপার্টির লক্ষ্যে ও উদ্দেশ্য,প্রতিষ্ঠাতার কারন,সাধারণ মানুষের অধিকার আদায় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দরা। আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাবও দেন ওই নেতৃবৃন্দরা।
Leave a Reply