রায়হান আলী, মান্দা
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাঁচা রাস্তা নিজ উদ্যেগে নিজস্ব অর্থায়নে ইট দিয়ে মেরামত করে দিয়েছেন হাড়জোড় ও বাত-ব্যাথা চিকিৎসক গোলাম মোস্তফা। প্রায় ৩০ হাজার টাকা ব্যায়ে ৩০ ফিট কাঁচা রাস্তা ইট দিয়ে মেরামত করে দেন তিনি।
দীর্ঘদিন এ সামান্য রাস্তা মেরামতের অভাবে ভোগান্তির স্বীকার হতেন স্কুল ছাত্র-ছাত্রী, ডায়বেটিক সমিতিতে আসা রোগী ও স্থানীয় পথচারীরা।
এ রাস্তা মেরামতের ফলে প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রী, পাশর্^বর্তী মান্দা ডায়বেটিক সমিতির রোগীসহ পথচারীদের ভোগান্তি লাঘব হয়েছে।
এব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে এ ছোট রাস্তা মেরামতের অভাবে আমরা ভোগান্তির স্বীকার হতাম। হাড়জোড় ও বাত-ব্যাথা চিকিৎসক গোলাম মোস্তফার এরকম মহৎ উদ্যোগে এ রাস্তা মেরামতের ফলে আমাদের ভোগান্তির সমাপ্তি ঘটেছে। তার এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানায়।