লুৎফর রহমান অরেঞ্জ : টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মামুদপুর গ্রামের মনপুরা সড়ক থেকে ভাদগ্রাম বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের। বাংগুরী, ধুপুরিয়া এবং লক্ষিন্দরসহ আশেপাশের গ্রামে বসবাসকারী মানুষের একমাত্র রাস্তা এটি। এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা। এ রাস্তা দিয়েই অত্র এলাকার মানুষকে টাঙ্গাইল জেলা শহর, মির্জাপুর উপজেলা, স্কুল-কলেজ, হাসপাতাল এবং বাজারে যাতায়াত করতে হয়। পুরো রাস্তা জুড়েই ভাঙ্গা চুড়া খানা খন্দে ভরা। বিশেষ করে চুন্নু ফকির, হারুনের বাড়ি, ধুপুরিয়া মালেকের বাড়ি, সুলতান মিয়ার বাড়ি, মুক্তিযোদ্ধা শহিদুর রহমান তুলা মিয়ার বাড়ি সমীরের বাড়ি, বাংগুরী শম্ভুর বাড়ি, বাংগুরী দাখিল মাদ্রাসা এবং বাংগুরী বটগাছের মোড়ের সামনের রাস্তা খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা হাঁটু পর্যন্ত কাঁদা হয়ে যায়। তখন পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। এলাকাবাসী জানায়, ডেলিভারি রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এই রাস্তায় ডেলিভারি হওয়ার ঘটনাও ঘটেছে। দুধ বিক্রি করতে বাজারে যাওয়ার সময় পড়ে গিয়ে দুধের হাঁড়ি ভেঙে যাওয়ারও নজির আছে।এই রাস্তার কারণে অত্র এলাকার মেয়েদের ভালো ঘরে বিয়ে দেয়া যায় না।
এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন নির্বাচনের পূর্বে নেতারা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পাস করার পর আর কেউ কথা রাখেননি। ৪৯ নং বাংগুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান বলেন, এলাকাটি নিচু হওয়ায় বছরের বেশিরভাগ সময় রাস্তায় কাদা থাকে, যে কারণে ছোট ছোট ছেলেমেয়েরা বিদ্যালয় আসতে চায় না। এ রাস্তাটি অতি দ্রুত যাতায়াতের উপযোগী করার জন্য এলাকাবাসী বর্তমান সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।