নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে মিলাদ মাহফিলের রান্না করা পোলাও খেয়ে ৩ গ্রামের বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু,বৃদ্ধসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাটি জেলার পাঁচবিবি উপজেলার বাকিঁলা বেলখুর গ্রামে ঘটেছে।
স্থানীয় সূূত্রে জানা যায়,পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামের বাসিন্দা বজলুর রহমান নামে এক ব্যক্তির কয়েকদিন আগে মৃত্যু হলে। ইসলামী শরিয়ত মোতাবেক ধর্মীয় অনুসারে নিহত বজলুর রহমানের আত্মার মাগফিরাত কামনায়।
নিহতের পরিবারের আয়োজনে গত শুক্রবার গ্রামের একটি মসজিদে জুম্মার নামাযের পর এ দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।
উক্ত দোয়া মাহফিলে মসজিদে জুম্মার নামায আদায়কারী মসল্লীরাসহ পার্শ্ববর্তী ৩ টি গ্রাম থেকে আগত আয়োজিত মিলাদ মাহফিলে নারী-পুরুষ-শিশু ও বৃদ্ধ বয়সী মানুষদের উপস্থিতি ঘটে এবং তাদের জন্য মিলাদ মাহফিলের রান্না করা পোলাও সকলের মাঝে বিতরণ করা হয়।
মিলাদ মাহফিলের সেই রান্না করা পোলাও খেয়ে উপজেলার বাকিলা,পানিখুর ও বেলখুর এ ৩ গ্রামের মানুষসহ আরো আশপাশের বিভিন্ন গ্রামের মানুষেরা পোলাও খেয়ে মোট ৪২ জন ডায়েরীয়া,বমি ও পেট ব্যাথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী সাংবাদিকদের বলেন,গত শনিবার দিবাগত রাত থেকে এখন পর্যন্ত ৪২ জন রোগী ডায়েরীয়া, বমি ও পেট ব্যাথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা ফুট পয়জনের কারণে এমন হতে পারে।