নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “মুজিব শতবর্ষ” উপলক্ষে জয়পুরহাট জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে গত রবিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে রেটিং দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন,বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেন-বিপিএম-বার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল-পিপি,রেডক্রিসেন্ট সোসাইটি জেলার শাখার পরিচারক গোলাম হাক্কানী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ দাবা ফেডারশনের যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদুর রহমান মল্লিক,জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)একেএম আলমগীর জাহান,জেলা কোর্ট ইনস্পেক্টর আঃ লতিফ খান,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলার পাঁচটি থানার অফিসার ইনচার্জ,পুরানপৈল ইউপি চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাঃ-সম্পাদক খোরশেদ আলম সৈকতসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্রিয়া প্রেমীরা।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেন বলেন,ক্রিয়ার সাথে জড়িত যারা থাকেন তাদের মন,শরীর সর্বক্ষণ ভালো থাকে,খেলাধুলার নেশায় যারা জড়িত তাদের পরিবারও শান্তিতে থাকেন। কেননা খেলাধুলায় জড়িত ক্রিয়া প্রেমীরা মাদক সেবন থেকে দূরে থাকেন,তারা কখনোই কোন অপরাধের সাথে জড়িত হয়না।
বলে ডিআইজি আব্দুল বাতেন-বিপিএম-বার মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে যুব সমাজ কে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠিত প্রতিযোগিতায় জয়পুরহাট জেলার মোট ২৪ টি টিমের ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।