ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
মুহিবুল্লাহ হত্যায় দুই রোহিঙ্গাকে ৭ দিন রিমান্ডে চায় পুলিশ
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই রোহিঙ্গার সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) কক্সবাজারের আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হয়।
ওই দুই আসামি হলেন- মো. সেলিম উল্লাহ প্রকাশ ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহ। তারা দুইজনই রোহিঙ্গা।
কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার জানান, গ্রেফতার চার আসামির মধ্যে দুজনের সাতদিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার চারজনকে আদালতে হাজির করা হয়। দুইজনের রিমান্ড আবেদন করা হয়। ওই দুজনসহ চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
জানা গেছে, শনিবার সকালে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন সদস্যরা।
এর আগে শুক্রবার (১ অক্টোবর) সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে মো. সেলিম উল্লাহ প্রকাশ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তবে শওকত উল্লাহকে কখন গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
গত ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।