নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী বাইপাস চারমাথা কোমরগ্রাম এলাকায় একটি ইট বোঝাই মেসি ট্রাক্টরের ধাক্কায় বিউটি বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সকাল পৌনে ১১ টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত বিউটি বেগম সদর উপজেলার বম্বু ইউপি’র কড়ই কাদিপুর মালোপাড়া গ্রামের মৃত ফরমান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বিউটি বেগম তার বাড়ি থেকে অটো ভ্যান যোগে ডাক্তার দেখানোর উদ্দেশে শহরে যাচ্ছিলেন। অটো ভ্যানটি হিচমী বাইপাস চারমাথা কোমরগ্রাম এলাকায় পৌঁছালে ভ্যানটি একটি গর্তে ফেসে গেলে৷ বিউটি অটো ভ্যান থেকে নেমে রাস্তায় দাড়ানো অবস্থায় সামনের দিক থেকে আসা একটি ইট বোঝাই মেসি ট্রাক্টর বিউটিকে ধাক্কা দিলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ইট বোঝাই ট্যাক্টর টি আটক করতে সক্ষম হলেও চালক ও তার সহযোগী আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে.এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, এ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক মেসি ট্রাক্টরটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি বলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..