শহিদুল ইসলাম সোহেলঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর কঠোর নির্দেশনা অনুযায়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবসময়ই কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে আসছে পুলিশ। সেই লক্ষ বাস্তবায়নে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে প্রতিদিন মাদক,চুরি,ছিনতাই, ডাকাতি,ইভটিজিং,ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন সামাজিক অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া সাকিনস্থ প্রগতিসেনালেন ৪/৪ নং বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে নিয়মিত মামলার আসামী ১। দেলোয়ার হোসেন(৩৫), পিতা-মৃতঃ কেরু মিয়া, সাং-সানকিপাড়া, প্রগতিসেনা বাইলেন ,২। জুলহাস(৪৫), পিতা-মৃতঃ ফয়েজ উদ্দিন সাং-চরকালিবাড়ি,উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
অপর এক অবিযানে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা এলাকা হইতে নিয়মিত মামলার আসামী ১। সানিউল হক সানি (৩৬), পিতা-মৃতঃ এ.কে নজরুল হক, সাং-০৭নং বাঘমারা বাউন্ডারী রোড, ভাটিকাশর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এছাড়াও কোতোয়ালী মডেল থানার এএসআই(নিঃ) ইলিয়াস খান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন বয়ড়া এলাকা হইতে জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। সাদেক মিয়া (১৬), পিতা-আঃ হামিদ,সাং-বয়ড়া (কসাইবাড়ী),থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম-বার জানান,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কোতোয়ালি থানা পুলিশ।জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।