ইসমাইল হোসেন জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন আলোক সজ্জিত করা হয়নি, এনিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি বিজয় দিবসে ট্রেনগুলো ও ইন্জিনগুলোও সুসজ্জিত করা হয়নি। কেন করা হয়নি তাঁর কোন সঠিক জবাব রেল সংশ্লিষ্ট কারো কাছেই পাওয়া যায়নি। বিগত বছর গুলোতেও রেলগাড়ী ও ইন্জিন সুসজ্জিত করা হয়েছে, কিন্তু এবছর করা হয়নি। এনিয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার(ডিআরএম) সাদেক হোসেনকে ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনকে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিজয় দিবসে আলোক সজ্জিত করার বিষয়ের প্রসঙ্গ নিয়ে কেন সজ্জিত করা হয়নি এবং বরাদ্ধ আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন যেখানে যেখানে আলোক সজ্জিত করার নির্দেশনা ছিল সেখানে আলোক সজ্জিত করা হয়েছে। বাংলাদেশের রেলওয়ের একটি অন্যতম রেলওয়ে জংশন স্টেশন হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন। অথচ এই স্টেশনটি আলোক সজ্জিত না করার বিষয়টি একটি স্পর্শকাতর বি্যয় হিসেবে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে বলেন তদন্ত সাপেক্ষে দায়িত্বহীন ব্যক্তিদের বিরুদ্ধে শান্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার প্রত্ব্যয় ব্যক্ত করেন।