রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। নিহত আরিফ ফেদাইপুর গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানা যায়, শুক্রবার রাতে কোন এক সময় আরিফ তার বাড়ির পাশে পুকুর পাড়ে কাঁঠাল গাছের ডালে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাতটার দিকে খবর পেয়ে নেহালপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আতিকুজ্জামান মরদেহ উদ্ধার করে দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আতিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমান করে স্কুলছাত্রটি আত্মহত্যা করেছে। তার গলায় রশির দাগ ছাড়া শরীরের অন্য কোথাও কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট হাতে পেলে হত্যা না আত্মহত্যা তার আসল রহস্য পওয়া যাবে।
উপজেলার ডিউটি অফিসার এএসআই জুবায়ের হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী- আরিফ হোসেনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, সে গোপালপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।