যশোর অফিস
এমপি কাজী নাবিলকে সংবর্ধনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর দুইটায় সদর উপজেলার হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ সংবর্ধিত অতিথির হাতে ফুলেল নৌকা তুলে দেন। পরে বিদ্যালয় অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-ই-আলী নূর মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এ সময় উপস্থিত ছিলেন জলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, যুব মহিলা লীগের মঞ্জুন নাহার নাজমীন সোনালী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান মিলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওহেদুজ্জামান বাবলু, সদর উপজেলা যুবলীগের সদস্য সাইদুর রহমান রিপন, মমিনুর রহমান প্রমুখ
Leave a Reply