রেখা মনি, নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন হকার মশিয়ার,
Facebook, Twitter share
রংপুর গংগাচড়া থানাধীন এলাকায় এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে! সন্ত্রাসী সাইফুল তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে হকার মশিয়ারের পাট, ভুট্টা, বীজ ধনচা, মরিচ, কলাসহ বীজ বাদামের ক্ষেত পিশিয়ে দিলেন ট্রাকটরের চাকায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর ১২টায় গংগাচড়া থানাধীন মর্ণেয়ার চরে।
The Daily surjodoy
বর্তমানে গংঙ্গাচড়ার “মর্ণেয়ার চরে ভূমিদস্যু সাইফুল বাহিনীর তান্ডবে দিশেহারা হয়ে পড়েছেন মশিয়ার ও তার অসহায় পরিবার।
শনিবার ফিল্মী স্টাইলে অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে দেড় শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে মশিয়ার গংদের ভোগদখলিও জমির পাট, ভুট্টা, বীজ ধনচা, মরিচ, কলাসহ বীজ বাদামের ক্ষেত পিশিয়ে দেয় ট্রাকটরের চাকায়। এতে করে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
Surjodoy.com
ভূমিদস্যু সাইফুল বাহিনীর ভয়ে এখনো চরম নিরাপত্তাহীনতায় পরিবার নিয়ে পালিয়ে পালিয়ে মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগী হকার মশিয়ার ও তার পরিবারের লোকজন।