রেখা মনি,রংপুর:
রংপুরে ভেজাল তেল উৎপাদন ও বিপণনের অভিযোগে বিআরবি মার্কেটিং কোম্পানির কারখানায় অভিযান পরিচালনা করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ ভেজাল পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর খোর্দতামপাট সরদারপাড়ায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে ওই কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বিআরবি মার্কেটিং কোম্পানির নিজস্ব কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল নারিকেল তেল ও তেল তৈরির উপকরণ জব্দ করা যায়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ ভেজাল পণ্য সামগ্রী উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানার সম্পূর্ণ টাকা পরিশোধ করে আগামীতে ভেজাল পণ্য উৎপাদন না করার প্রতিশ্রুতি দেন বিআরবি মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপক জহুরুল ইসলাম।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, পুলিশ পরিদর্শক রাজেশ কুমার চক্রবর্তী, এস আই আশিক, ছাইয়ুম প্রমুখ।