রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র । বাংলাদেশের সকল সহযোগীতায় ভারত আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও সাথে থাকবে। বর্তমান বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভারতীয় হাই কমিশনারের অর্থায়নে নির্মিত মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের নতুন একাডেমি ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী এ কথা বলেন। বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু রাম কৃষ্ণ সমানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাজশাহী অফিসের সহকারী হাই কমিশনার মি: সনজিব কুমার ভাটী। ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে। এদেশের মানুষ কর্মক্ষম । আপনাদের কাজের আগ্রহ আছে। আপনাদের কাজ দেখে আমি মুগ্ধ। মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল উন্নয়নে সহযোগীতা অব্যাহত থাকবে। বিদ্যালয় ও কলেজের ছাত্রীরা এদেশের সম্পদ। আগামী দিনে এরাই দেশের উন্নয়নে নেতৃত¦ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আর আগে তিনি সকালে ভারতীয় সরকারের পক্ষ থেকে দেয়া রোগী বহনের জন্য রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফার নিকট গাড়ির চাবি হস্তান্তর করেন। দুপুর ২ টায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা: আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যের প্রসার বৃদ্ধির লক্ষ্যে সহযোগীতার আশ্বাস দেন। বিকাল ৪ টায় তিনি কাউনিয়া উপজেলার নল ঝুড়ি আশ্রমের নয়া ফলক উন্মোচন করেন।