
রংপুরে ছেলের বউয়ের সঙ্গে শশুরের পরকীয়া; বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা !
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
পুত্রবধূর সঙ্গে পরকীয়ার প্রতিবাদ করতে গিয়ে স্বামীর হাতে প্রাণ হারালেন এক নারী। হত্যা অভিযোগে ওই নারীর স্বামী কপিল উদ্দিন (৬০) কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (৩১ মে) বিকেলে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
Surjodoy.com
ঘটনাটি রংপুরের পীরগাছা উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ মধ্যপাড়া গ্রামের।এলাকাবাসী ও পুলিশ জানায়, কফিল উদ্দিনের ছেলে বদরুল ইসলাম স্ত্রী মনিরা বেগমকে বাড়িতে রেখে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। ছেলের অনুপস্থিতিতে শ্বশুর কপিল উদ্দিন পুত্রবধূ মনিরা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
The Daily Surjodoy
বিষয়টি এলাকায় জানাজানি হলে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। সেখানে কপিল উদ্দিন নিজের দোষ স্বীকার করে আর এমন হবে না বলে ক্ষমা চান। এরই একপর্যায়ে গত ২৭ মে গভীর রাতে কফিল উদ্দিন তার পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে স্ত্রী পোশাগী বেগম (৫৫) তাদের হাতেনাতে ধরে ফেলেন।
The Daily Surjodoy
এ সময় পরকীয়ায় বাধা দেওয়ায় কফিল উদ্দিন তার স্ত্রী পোশাগীকে বেদম মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হলেও তাকে হাসপাতালে নেয়া হয়নি। একই দিন বিকেলে তার মৃত্যু হয়।
The Daily Surjodoy
এ ঘটনায় পোশাগী বেগমের ছোট ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ভগ্নিপতি কফিল উদ্দিন, ভাগ্নে বদরুল ও বদরুলের স্ত্রী মনিরা বেগমকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
The Daily Surjodoy
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, এ ঘটনায় কফিল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার বিকেল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply