রেখা মনি,রংপুর
সারাদেশের ন্যায় রংপুরেও মহান বিজয় দিবসের প্রথম প্রহর রাত্রী ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলার সূর্যসন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় জাতীয় সংসদের বিরোধী দলীয় চীপ হুইপ ও রংপুর সদর ৩ আসনের সাংসদ সবাইকে মহান বিজয় দিবসের চেতনাকে বুকে ধারন করে এক সাথে কাজ করার আহবান জানান।
বুধবার সকাল থেকে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। নগরীর মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্থাপিত অর্জন ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। স্বাধীনতা শুধু আমাদেরকে ভুখন্ড দেয়নি দিয়েছে কথা বলার অধিকার বললেন রংপুর বিভাগীয় কমিশনার।
এছাড়া দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরন,আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।