1. dailysurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. towhid472@gmail.com : TOWHID AHAMMED REZA : TOWHID AHAMMED REZA
রংপুরে বুড়িরহাট বাহাদুর সিংহে চলাচলের রাস্তা নিয়ে সংর্ঘষে আহত ৫
শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাক চাঁপায় ৪ জন নিহত-র‍্যাবের হাতে ঘাতক চালক আটক ভালুকায় অতিরিক্ত ফি-আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক সড়ক অবরোধ ৩০ দালালের প্রধান সমন্বয় কারি নাছির চালাচ্ছেন ফেনী বিআরটিএ অফিস,এই যেন দেখার কেউ নেই রাসিক নির্বাচন: ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ নওগাঁ  জেলা শিক্ষা অফিসারের উদ্যোগে”ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক অনলাইন কর্মশালা” অনুষ্ঠিত নওগাঁর সড়কে ঝরলো তাজা চারটি প্রাণ, আশংকাজনক ২ জন মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে : চেয়ারম্যান মোরশেদ চৌধুরী র‍্যাবের অভিযানে ২ কোটি টাকার হেরোইন-সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্মশালা ভালুকায় কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টার অভিযোগ

রংপুরে বুড়িরহাট বাহাদুর সিংহে চলাচলের রাস্তা নিয়ে সংর্ঘষে আহত ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১.১০ পিএম
  • ৩৯ বার পঠিত

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীর বুড়িরহাট বাহাদুর সিংহ (মধ্য পাড়ায়)চলাচলের রাস্তা নিয়ে সংর্ঘষে আহত পাঁচজন তার মধ্যে গুরুতর দুইজন। পরশুরাম থানার এহাজার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধ চলে আসছে পরশুরাম থানায় এহাজারকারী শাকিবুর রহমান সৈকতের সাথে প্রতিবেশি রায়হান মিয়ার।

বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৬/০৩/২০২৩ তারিখ তারাবির নামাজ শেষে রাত ১০টার দিকে আসামীদের বাড়ির সামনে প্রতিবেশী আঃ ছালাম-এর উঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক হয়েছিল। শালিস বৈঠকের এক পর্যায়ে রাত ১১টার সময় আসামী ১। রায়হান মিয়া লিয়ন (২৬), পিতা-মোঃ নুরুল আমিন, ২। নুরুল আমিন (৫৯), পিতা-মৃত নিজাম উদ্দিন, ৩। রুহুল কুদ্দুস রুবেল (৩২), পিতা-মৃত আঃ রাজ্জাক, সর্বসাং-বাহাদুর সিংহ (মধ্য পাড়া), ৪। মোঃ আইনুল ইসলাম (৪৫), পিতা-মৌলবি মোঃ সুলতান মিয়া, সাং-গজঘন্টা (কৈপাড়া), ৫। মোঃ সোহেল মিয়া (৩৫), ৬। মোঃ শাকিল মিয়া (২৩) উভয় পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-কিশামত হাবু (ইন্দ্রিরার পাড়) ৭। মোঃ নাইম মিয়া (২০), পিতা-মোঃ আইনুল হক, সাং-মোছাঃ রশিদা বেগম (৫০), স্বামী-মোঃ নুরুল আমিন, ৯। মোছাঃ নিশাত বেগম (২৩), পিতা-মোঃ নুরুল আমিন, ১০। মোছাঃ সোনালী বেগম (৩৫), স্বামী-মোঃ রুহুল কুদ্দুস রুবেল, সর্বসাং-বাহাদুর সিংহ (মধ্য পাড়া), থানা-পরশুরাম।

আসামীরা বৈঠক চলাকালে কথার মারপ্যাঁচে উত্তেজিত হয়ে সৈকতের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সৈকতের চাচা মোঃ শাহানুর ইসলাম হাসু (৫৯) আসামীদের গালিগালাজ করতে নিষেধ করলে ২নং আসামীর হুকুমে ৪নং আসামী তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে সৈকতের চাচা মোঃ শাহানুর ইসলাম হাসু (৫৯)-এর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে মারধর করে এবং ৮নং আসামী সৈকতের চাচাকে কিলঘুষি মেরে তার শার্টের বুক পকেটে থাকা ৭,৩০০/-টাকা নিয়ে ছিনিয়ে নেয়। সেই সময় সৈকত ঠেকাতে গেলে ৫নং আসামী সোহেল মিয়া তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে সৈকতের মাথায় আঘাত করতে গেলে উক্ত আঘাত সৈকত হাত দিয়ে ঠেকায়।যার ফলে উক্ত আঘাতে তার ডান হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনী আঙ্গুলের মাঝখানে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। সৈকতের জ্যোঠাতো ভাই মোঃ মতিয়ার রহমান জুলু মিয়া এগিয়ে আসলে ১নং আসামী তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে জেঠাতো ভাই মতিয়ার রহমান জুলু মিয়ার মাথায় সজোরে কোপ মারে। সেই সময় সৈকতের জেঠাতো ভাই রফিকুল ইসলাম অন্টুর স্ত্রী মোছাঃ ফুলতি বেগম (৫০) এগিয়ে আসলে ৩নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে সৈকতের ভাবি মোছাঃ ফুলতি বেগমের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে মারধর করে এবং তার কানে থাকা ০৫ আনা ওজনের স্বর্ণের দুল যার মূল্য ২৯,০০০/-টাকা কান থেকে ছিড়ে নেয়।

সৈকতের অপর জেঠাতো ভাই লাবিব মিয়া (৩৮) এগিয়ে আসলে ৬নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সৈকতের ভাইয়ের মাথায় আঘাত করে। তখন সৈকতের স্ত্রী লিজা বেগম (২৭) এগিয়ে আসলে ১নং আসামী সৈকতের স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মারে ও তার পরনের কাপড়-চোপড় টানাটানি করে শ্লীলতাহানীর চেষ্টা করে। জেসমিন আক্তার (৩০) ঠেকাতে গেলে ৭নং আসামী শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মারে ও তার পরনের কাপড়-চোপড় টানাটানি করে শ্লীলতাহানীর চেষ্টা করে।

এছাড়াও সৈকতের মা সেলিনা বেগম (৫০) এগিয়ে আসলে ৯ ও ১০নং আসামী মায়ের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মারে। তাদের ডাকচিৎকার শুনে ১। মহবুল ইসলাম (৫০), পিতা-মৃত মনির উদ্দিন, ২। মোঃ বকুল মিয়া (৪০), পিতা-মৃত তমির উদ্দিন, ৩। ইমরান ইসলাম (২৫), পিতা-মোঃ মতিয়ার রহমান জুলু, ৪। আঃ জলিল (৪৫), পিতা-নুর মোহাম্মদ, সর্বসাং-বাহাদুর সিংহ (মধ্য পাড়া), থানা-পরশুরাম, মহানগর রংপুরগণসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে উক্ত আসামীরা জীবন নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার সময় সৈকতের ভাবি ফুলতি বেগমের বাড়ির গেইট ভেঙ্গে বাড়িতে অনধিকার প্রবেশ করে জানালার থাই ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। যার আনুমানিক মূল্য ৪৫,০০০ টাকার মত ক্ষতিসাধণ করে। আহতদের উদ্ধার করে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি অটোযোগে দ্রুত রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। মেডিকেল চিকিৎসা শেষে পরশুরাম থানায় মেডিকেল চিকিৎসার সকল কাগজ পত্রসহ ১০ জনকে আসামি করে সৈকত এজাহার দায়ের করে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews
%d bloggers like this: