রংপুরে সনদবিহীন ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদন্ড !
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
রংপুরে এম এ আনসারী নামের একজন সনদবিহীন দন্তচিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ ৩০ মে রবিবার বিকালে রংপুর নগরীর পায়রা চত্বরে হিসান মেডিসিন মার্কেটের ৩য় তলায় জেলা প্রশাসন ও র্যাব১৩ এর যৌথ অভিযানে তাকে এই কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
Surjodoy.com
এ সময় অভিযানের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান,
এম এ আনছারী ঐ মার্কেটের ৩য় তলায় বহুদিন ধরে দন্ত চিকিৎসা করে আসছিলেন। এম এ আনছারী বিএমডিসি’র ভুয়া সার্টিফিকেট দেখিয়ে দীর্ঘদিন ধরে এভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছেন । তিনি তা নিজ মুখে স্বীকারও করেছেন। তার বয়সকে বিবেচনায় ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রায়হানুল।
The Daily surjodoy
তিনি সাংবাদিকদের আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩ এর সহযোগিতায় এই অভিযানে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এর জন্য ৩০ টিরও বেশি ওষুধের দোকানকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply