রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
রংপুর নগরীর মধ্য গণেশপুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সস্পর্কে চাচাতো বোন।
নিহতরা হচ্ছে- গণেশপুর এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে এসএসসি পরীক্ষার্থী মাইয়া আক্তার মীম ও মমিনুল ইসলামের মেয়ে নবম শ্রেনীর ছাত্রী জান্নাতুল মাওয়া ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে নিহতের দাদী অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় সুমাইয়া আক্তার মীমের মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় । তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার মরদেহ পাশের ঘরে মেঝের ওপর পড়েছিল ।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এই মুহূর্তে বলা সম্ভব না। মরদেহ দুটি সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি এর নেপথ্যে কী কারণ রয়েছে তা উদঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছেন তারা।
Leave a Reply