রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষে পদার্পণ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সেবা সপ্তাহের আজকের দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক মহানগরীর যানজট নিরসনকল্পে জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ফুটপাত ও রাস্তা দখল মুক্তকরণ, সড়ক পরিবহণ আইন সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি ও ফুটপাত পরিচ্ছন্ন রাখা, যানজট সহনীয় পর্যায়ে আনা এবং জনদুর্ভোগ লাঘবে মানুষের মাঝে ট্রাফিক সেবা প্রদান ও তা নিরবিচ্ছিন্ন রাখার অঙ্গিকার ব্যক্তকরণের মাধ্যমে তাদের সাথে ভাগাভাগি করা হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তির আনন্দ।
মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক-নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর অপারেশন পরিকল্পনা এবং নেতৃত্বে আয়োজিত ট্রাফিক সেবা পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।