1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
রাজধানী মিরপুরে যুবদল নেতা মিরাজের নেতৃত্বে মিছিল
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইটভাটা মালিক হালিমের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা সাভারে ১৬ বছর দু:সময়ের কান্ডারী নির্যাতিত বিএনপি নেতা খোরশেদ আলম ডক্টর ল্যাব এন্ড কনসালটেশনের শেয়ার হোল্ডারদের সাথে প্রতারনার অভিযোগ লোহাগড়ায় জোড়া হত্যাকান্ডের পর বীরমুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ রাজশাহী মেডিকেলে ৫ পুত্রসন্তানের জন্ম দিলো আত্রাইয়ের মেরিনার সুন্দরগঞ্জে মাসকলাই চাষে বীজ-সার বিতরণ বাঘা জামে মসজিদের কমিটি গঠন কাশিমপুরে বিক্ষোভের জেরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: শ্রমিকদের দাবি উপেক্ষিত স্বামীকে হত্যার পর ঘরে মাটি চাপা দেয়ার অভিযোগে স্ত্রীর স্বীকারোক্তি নড়াইলে নতুন পুলিশ সুপারের যোগদান

রাজধানী মিরপুরে যুবদল নেতা মিরাজের নেতৃত্বে মিছিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৯.২৭ পিএম
  • ৪৩ বার পঠিত

এস এম রাসেলঃ  আওয়ামী ষড়যন্ত্রকারীদের রুখে দিতে মিরপুর এলাকায় বিশাল এক মিছিল বের করেছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃবৃন্দ। ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনার পলায়নের পর ১৫ আগষ্টকে ঘিড়ে আবার নতুন করে ষড়যন্ত্র করছে স্বৈরাচার আওয়ামীলীগ। এ সময়ে বিভিন্ন থানা ওয়ার্ডের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শাহ্ আলী থানা এলাকার ঈদগাঁহ মাঠের সামনে জড়ো হতে থাকে। পরে ঈদগাঁহ মাঠের সামনের সড়ক থেকে রেব হয়ে মিরপুর সনি হল হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ১০ গোল চত্বরের দিকে গিয়ে শেষ হয়। ১৩’ই আগস্ট মঙ্গলবার দুপুর তিনটার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে এই বিশাল মিছিলটি বের করেন দলিয় নেতা কর্মীরা। এ সময়ে যুবদলের মিছিল থেকে নানা শ্লোগান আসতে শোনা যায় তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

মিছিলে অংশগ্রহন করেন দারুসালাম, শাহ আলী, মিরপুর থানা যুবদলের নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
এ সময়ে  মিছিলে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরে বক্তারা বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগিদের দেশে এনে বিচারের দাবি জানান যুবদলের নেতা কর্মীরা।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রেতাত্নারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান রয়েছে, তারা যড়যন্ত্র করে যাচ্ছে।তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা আজকে যে মিছিল করেছি, তা শান্তিপূর্ণ মিছিল। আমরা শান্তিতে বিশ্বাস করি কোন সহিংসতাকে নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews