1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
রাজনীতিতে জোট সংস্কৃতির মনোয়নে উন্নয়ন বঞ্চিত সংশ্লিষ্ট আসনের জনগণ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা স্বামীর কর্মস্থল ইসলামী ব্যাংকের সামনে অনশনরত স্ত্রীর বিষপান, পুলিশ সদস্যদের ভূমিকায় উদ্বিগ্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না, কফিন ধরে শিক্ষার্থীদের শপথ সংস্কার আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই, এর নেতৃত্বে এখন ছাত্রদল-ছাত্রশিবি : কাদের চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মহানগর বিএনপির গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় আজ পবিত্র আশুরা, কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিন চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে নিহত ৩ শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় স্কুল-কলেজ-পলিটেকনিক বন্ধ ঘোষণা

রাজনীতিতে জোট সংস্কৃতির মনোয়নে উন্নয়ন বঞ্চিত সংশ্লিষ্ট আসনের জনগণ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৮.৪৬ পিএম
  • ১৮৭ বার পঠিত
  • আলতাফ হোসেন অমি :

বাংলাদেশে দুইটি বৃহৎ রাজনৈতিক দল যাদের ভোট প্রায় ৭৫ %। বাকী ৪২টি দলের ভোট মাত্র ২৫%। বর্তমান প্রেক্ষাপটে দুইটি দল ছাড়া জাতীয় সংসদে এককদলের কিংবা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে পাস করে আসা দুঃসাধ্য। আন্দোলন সংগ্রামে সাধারণত ২টি দলই নেতৃত্ব দেয় এবং শরীকরা থাকে সহযোগী হিসেবে। ২টি দলের একে অন্যকে প্রতিদ্বন্দ্বী মনে করে ফলে একদল অন্যকে ছাড় দিতে নারাজ। এক্ষেত্রে সহযোগী দলগুলো থাকে কিছুটা নিরাপদে এবং তারা সেফ সাইডে খেলে। নির্বাচনের পূর্বে এরা জাগ্রত হয়ে ফ্রন্টে আসে এবং আসনের জন্য দরকষাকষি করে এবং কিছু আসনে নমিনেশন বাগিয়ে নেয়। এইসব আসনে তাদের নিজেদের ৫-৭% ভোট নিয়ে ঐ দুই দলের ভোট ব্যাংকের সহযোগিতায় পাস করে যায়। পাস করার পরে তারা ভাবে আমরা জোটবদ্ধ হয়ে পাস করেছি, এই সমর্থনতো আমার নয়। আবার ইলেকশন আসবে জোটগতভাবে নমিনেশন পাবো, এমপি হবো। এদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। এরা জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসে। জনগণ কেন্দ্রে নেতৃত্বদানকারী মূল দলগুলোর উপর ক্ষ্যাপা থাকে এবং যতো দোষ সব নন্দঘোষের উপর বর্তায়। অন্যদলের কাঁধে ভর করা এইসব এমপিরা এলাকার উন্নয়নে কাজ করাকে প্রাধান্য না দিয়ে নিজের আখের গুছাতে ব্যস্ত থাকে এবং নিজের সমর্থনকারীদের সহযোগিতা করে। এরকম অবহেলিত আসন অনেক আছে যেখানে ভোটাররা প্রধান দলগুলোর নিজস্ব প্রার্থীর মনোয়ন চায়। এসব আসনে যুগের পর যুগ দলের জন্য কাজ করেও অনেক কেন্দ্রীয় নেতা শুধুমাত্র জোটের কারণে নমিনেশন বঞ্চিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই সঠিক না হলে এসব অগ্রহণযোগ্য প্রার্থী পাস করে আসবে বলে মনে হয় না। যে কারণে জোটবোদ্ধ হয়ে নির্বাচন করবে বলে বড় দলগুলো চিন্তা করছে তা এবার সফল হবে বলে মনে করে না সুধীমহল। এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও নড়াইল-২ আসনে মিডিয়া কোটায় মনোয়ন প্রত্যাশি লায়ন নূর ইসলাম সহমত পোষণ করেন এবং জোট সংস্কৃতি থেকে বেরিয়ে সব শ্রেণি পেশার রাজনীতিবীদ থেকে যোগ্য প্রার্থীকে নমিনেশন দেয়ার অভিমত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews