শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকার আব্দুল বারীর ছেলে। আহতরা হলেন- ওই এলাকার মঈন ও নাজিম। তারা দুইজনই ট্রলির শ্রমিক।
দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সকালে ভাটা থেকে ইট নিয়ে যাচ্ছিল একটি ট্রলি। আলীমগঞ্জ এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস ইটবোঝাই ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক কাওসার নিহত হন। এতে আহত হন দুই শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
ওসি জানান, দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।