আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘাতে ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঘা উপজেলা সম্মেলন কক্ষে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেনি। বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলার চেয়্যারম্যান আ্যডঃ লায়েব উদ্দিন লাভলু।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাইম লাইফ ইনস্যুরেন্সের বাঘা জোনের এজিএম সাইফুল ইসলাম, বিএম প্রভাষক নুরুজ্জামান, ফিল্ড অর্গানাইজার সাবিনা পারভীন, পপুলার লাইফ ইনস্যুরেন্সের এফ.এ আব্দুল বারি,কল্পনা খাতুন, বিমা গ্রাহক জরিনা বেগম। আলোচনায় অংশ গ্রহণ করেন, যথাক্রমে নাটোর পল্লী বিদ্যুৎ বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দও্ব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার, সমাজ সেবা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গনমাধ্যম কর্মি ও বীমা সংশ্লিষ্ট বীমা কোম্পানির প্রতিনিধিরা।
উক্ত সভায়, বীমা কোম্পানিতে জাতির পিতার যোগদানের এই তারিখকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করেছে সরকার। প্রতি বছরের ন্যায় এ বছরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে এ সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আগামী ১ মার্চ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় বীমা দিবস আজ মঙ্গলবার (১ মার্চ)। ১৯৬০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।