আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখারলক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাবনিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ১৫:১০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মামলার
নম্বর: ৩৭ তারিখ ২২/০২/২৩ ধারা: ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৮৭/১০৫. (বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে (মৃত্যু) মামলার পলাতক ড্রাইভার মো: আব্দুর রহমান @ বর্ষণ (২১), পিতা- মোঃ লিটন, সাং- বাখরাবাজ, থানা-
কাটাখালী, রাজশাহী মহানগর’কে কে (ক) মোবাইল- ০১ টি, (খ) সীমকার্ড- ০১টিসহ গ্রেফতার করা হয়।১। উল্লেখ্য যে, গত ২২/২/২০২২ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা হতে তালাইমারীগামী বাবুল পেট্রোল পাম্পের সামনে বেপরোয়া গতিতে একটি ভুটভুটি সাইকেল আরোহী মোঃ কামাল উদ্দিন মিয়া (৫২), পিতা- মৃত মাজুম আলী মিয়া, সাং- পাঁচুবাড়ি, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী’কে রাস্তায় চাপা দিলে ঘটনাস্থলে ভিকটিম মৃত্যুবরণ করে। দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়ি চালক এবং হেলপার ভুটভুটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে মৃত কামাল এর ভাতিজা মোঃ আবজাল হোসেন (৪২), পিতা- মোঃ সামাদ মিয়া, সাং- পাঁচুবাড়ি, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী বাদী হয়ে অজ্ঞাতনামা চালক ও হেলপারের বিরুদ্ধে
বোয়ালিয়া মডেল থানায় সড়ক পরিবহন আইনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মামলার নম্বর: ৩৭ তারিখ ২২/০২/২৩ ধারা: ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৮৭/১০৫. (বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু) মামলা দায়ের করেন।
উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চলের সৃষ্টি করলে অজ্ঞাতনামা চালক ও হেলপারককে সনাক্তকরণের জন্য র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং পেট্রোল পাম্পের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ও অজ্ঞাতনামা ড্রাইভার ও হেলপারকে সনাক্ত করে। পরবর্তীতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল অদ্য ২৬/০২/২০২৩ইং তারিখ ১৫.১০ ঘটিকার সময় বেলপুকুর এলাকা হতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক গাড়ি চালক মো: আব্দুর রহমান বর্ষণ (২১),পিতা- মোঃ লিটন, সাং- বাখরাবাজ, থানা- কাটাখালী, রাজশাহী মহানগর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।