রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter Instagram share
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক এলজিএসপির অর্থ ফেরত দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে গৃহীত ও উপজেলা বিজিসিসি কর্তৃক অনুমোদিত অত্র ৩নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিশ্বর তালুক মৌজার হরিশ্বর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ঘর নির্মাণ করন স্কীমের ববরাদ্দকৃত টাকা অত্র ইউনিয়নের এলজিএসপির ব্যাংক হিসাব নম্বরে ফেরত দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Surjodoy.com
এরেই প্রেক্ষিতে গত ১১/০৫/২০২১ ইং তারিখে সোনালী ব্যাংক লিঃ রাজারহাট, কুড়িগ্রাম শাখার চঃ হিঃ ০০১০১৩৬২৩ হিসাবে স্কীম অনুমোদিত ৪, ৯২, ০০০ (চার লক্ষ বিরানব্বই হাজার) টাকার প্রচলিত ভ্যাট ও আয়কর বাদে ৪, ৫৭, ৫৬০ (চার লক্ষ সাতান্ন হাজার পাচশত ষাট) টাকা জমা করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক। যাহার জমার স্লিপ নং ৩৫৮৯২৬২(ফ-৫৬,খ) জমার ক্রমিক নং ২৮ তারিখ ১১/০৫/২০২১ইং।
The Daily surjodoy
উল্লেখ বরাদ্দকৃত স্কীমের উত্তলিত অর্থের ভ্যাট ও আয়কর ইতিপূর্বে সংশ্লিষ্ট কোডে জমা করা হয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান এনামুক হক বলেন, ওই সময় বর্ষাকাল ছিলো তাই কাজ করা সম্ভব হয়নি বিধায় সরকারের টাকা সরকারকে ফেরত দিয়েছি।
The Daily surjodoy
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসক মহাদয় রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক কে শোকচ নোটিশ দিয়েছেন এবং পরবর্তী ব্যবস্থা জেলা প্রশাসক মহাদয়েই নিবেন।