কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে শনিবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়ন পরিষদ চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর থানাপুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান।
অন্যদের মধ্যে,ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা,বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ বাবু এবং রাণীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ পরিষদের মেম্বার,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাল্য বিবাহ,মাদক,সন্ত্রাসরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।