কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে রাতের আধাঁরে প্রায় তিন বিঘা জমির আধা-পাকা ধান কেটে নেয়ার অভিযোগ ওঠেছে। এঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার নারায়নপাড়া গ্রামে।
ওই গ্রামের মহির আলীর ছেলে আব্দুল গফুর বলেন,প্রায় ১০ বছর আগে পার্শ্ববতি যাত্রাপুর গ্রামের আহাদ তালুকদারের ছেলে বাবু তালুকদার গংদের নিকট থেকে তিন বিঘা জমি ক্রয় করে ভোগদখল করে আসছি। হঠাৎ করেই নারায়ন পাড়া গ্রামের আবজাল হোসেনের ছেলে বছির আলী মিঠু ওই জমির মালিকানা দাবি করে।
এক পর্যায়ে শনিবার রাতে ওই তিন বিঘা জমির আধা-পাকা ধান কেটে নিয়ে যায়। এঘটনায় বছির আলী মিঠুসহ কয়েক জনের বিরুদ্ধে রবিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে বছির আলী মিঠুর মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
রাণীনগর থানার ওসি মো:শাহিন আকন্দ বলেন, জমির ধান কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।