নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের জাফরপুর (পলাশবাড়ী) হিন্দুপাড়া সকল সনাতনী গ্রামবাসীর আয়োজনে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে ১৪তম অধিবেশন ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসবের মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাফরপুর সার্বজনীন শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ১৪তম অধিবেশন ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শুরু হয় তা আগামীকাল ৪ মে বৃহস্পতিবার ভোগ মহোৎসবের মধ্যে দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানটি সমাপ্তি হবে।
মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনামূখি ইউনিয়নের চেয়্যারম্যান ডিএম রাহেল এমাম, এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাদ্দাম জোয়াদ্দার, শ্রী নিয়ন চন্দ্র মন্ডল, শ্রী সুজুন চন্দ্র মন্ডল, শ্রী পরিমল চন্দ্র মহন্ত, শ্রী রঞ্জিত চন্দ্র, শ্রী যুগোল চন্দ্র, শ্রী বিপ্লব চন্দ্র প্রমুখ।
মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানে সনাতনী ধর্মালম্বী নর-নারীদের লীলা কীর্তন, আরতি, উলু ও শঙ্খের ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শ্রবণে শত শত ভক্তবৃন্দ আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে এসেছে।
সভাপতি শ্রী সুনীল চন্দ মন্ডল বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসময় কীর্তন শ্রবণে আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে ভক্তবৃন্দ আসে। ঈশ্বরের কৃপায় গ্রামবাসীর সহযোগিতায় তা আগামী বছরগুলোতেও আরো সুন্দর ও সাফল্য মণ্ডিত আয়োজন হবে বলে আশা রাখি।