আনোয়ার হোসেন আন্নুঃ
করােনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে ভুয়া সনদ প্রদান করার ঘটনায় ঢাকার রিজেন্ট হাসপাতালের সঙ্গে জড়িতদের ক্রসফায়ারে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন – অর রশীদ।বুধবার ( ৮ জুলাই ) স্পিকার ড . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে হারুনুর রশীদ এ বিষয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন । স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে সাংসদ হারুন বলেন , ‘ আপনি মাদকাসক্ত – মলম পার্টির লােককে ধরে ক্রসফায়ার দিচ্ছেন । অথচ এত বড় অপকর্ম করলাে এখন পর্যন্ত সে গ্রেপ্তার হয়নি । সে কোথায় আছে ? বিএনপির এই সাংসদ বলেন , রিজেন্ট হাসপাতালে যারা পরিচালনা বাের্ডে ছিলেন । যারা কর্তৃপক্ষ , তাদের অগােচরেই কি এসমস্ত অপকর্ম হয়েছে ? তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে এতে সন্তষ্ট নই , এই রকম ব্যক্তিদের বাঁচিয়ে রাখা উচিত নয় । তাদের ক্রসফায়ার করে দেওয়া উচিত ।